বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে দূধর্ষ ডাকাতির পর স্বামী স্ত্রীকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামীকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। মঙ্গলবার ওই মামলায় আসামী লালন মোল্লা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন লালন মোল্লা ওই এলাকার মতিউর রহমান মোল্লার ছেলে।
জানাগেছে, ২০১২ সালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে দূধর্ষ ডাকাতির পর স্বামী স্ত্রীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটে। এতে ওই এলাকার দাদন চৌধুরী ও তার স্ত্রী লাভলী বেগমকে গুরুত্বর আহত হয়।
এসময় ডাকাত দল দাদন চৌধুরীর ১২ বছরের ছেলে সিয়াম ও ৯ বছরের মেয়ে লিসার হাত পা বেধে রেখে দাদনের রুমে ঢুকে সিন্ধুক ভেঙার চেষ্টা করলে দাদন ও তার স্ত্রী বাধা দিলে তাদেরকে এলোপাথারী দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এসময় সিন্ধুকে থাকা নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে মুলাদী হাসপাতাল ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।