বাবুগঞ্জের মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় এক বখাটেকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল সরদার এর পুত্র উত্যক্তকারী সাকিব সরদার(২১) কে কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় উত্যক্তকারীকে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন এয়ারপোর্ট থানার একদল পুলিশ।