বরিশালঃবরিশাল নগরীতে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা, ১টি ট্রাভেল ব্যাগ ও ১টি বাটন এবং ১টি স্মার্ট মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। কোতয়ালি মডেল থানা এলাকা ৯ নং ওয়ার্ডস্থ একতলা লঞ্চ ঘাটের পল্টুন থেকে ১১ মে (বুধবার) তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মোঃ নূরুন্নবী (৩৪) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মোঃ নূর হোসেনের ছেলে ও মোঃ জুয়েল খান (৩৫) কোতয়ালী মডেল থানার ৬নং ওয়ার্ডের মৃতঃ জুলহাস খানের ছেলে।
বিএমপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ১১ মে কোতয়ালি মডেল থানার একতলা লঞ্চ ঘাটের পল্টুনের উপর একটি চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ নূরুন্নবী ও জুয়েলকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের অপর সহযোগী নয়ন (৩৫) পালিয়ে যান। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।