বরিশালের বানারীপাড়ায় একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবনের নির্মাণ কাজের এবং ভবনের উদ্বোধন করছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাইশারী ইউনিয়নের সৈয়দ বজলু্ক বিশ্বিবিদ্যালয় কলেজ আঙ্গিনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল হকের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।
তিনি বলেন, কোন এলাকার বা দেশের উন্নয়নের জন্য মূল স্তম্ভ হলো শিক্ষা। তাই সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তু্লতে হলে শিক্ষার প্রসার বিস্তারে শিক্ষা ক্ষেত্রকেই ঢেলে সাজানো হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ,ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাইশারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্ত্তী,ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী প্রমুখ।
যুবলীগ নেতা মহসিন রেজা ও কলেজের প্রভাষক মো. আব্দুস সবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,উপজেলা কৃষকলীগের আহবায়ক এমএ ওহাব, উদয়কাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মামুন-উর রশিদ স্বপন, সৈয়দকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির হোসেন সরদার প্রমুখ।
বাইশানী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২ কোটি ৪০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ তলা ভিত বিশিষ্ট এ আইসিটি একাডেমিক ভবনটি নির্মিত হচ্ছে।