আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে। তারপর হাঁটি হাঁটি পা পা করে তিন সংস্করণ মিলে ৬৫০তম আন্তর্জাতিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শুরু থেকে শেষ, প্রাপ্তি বা ব্যর্থতার পরিসংখ্যান থাকছে এ প্রতিবেদনে।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অভিষেক
বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টে ৪ ম্যাচের ২ টি ম্যাচে তারা জয়লাভ করে এবং বাকি ২ টি ম্যাচে পরাজয় বরণ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে লাল সবুজের প্রতিনিধিরা সর্বপ্রথম আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ওই টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে লাল সবুজের প্রতিনিধিরা। গাজী আশরাফ, মিনহাজুল আবেদীনদের সে দল টুর্নামেন্টে খেলা দুটি ম্যাচেই হারে ৭ উইকেটের ব্যবধানে।
প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ জয়
আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের পরে প্রথম জয়ের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক যুগ। ১৯৯৮ সালে বাংলাদেশ, ভারত ও কেনিয়াকে নিয়ে আয়োজিত কোকা-কোলা সিরিজে নিজেদের ২৩তম ম্যাচে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় লাল সবুজের প্রতিনিধিরা।
টেস্ট মর্যাদা, অভিষেক ও প্রথম জয়
২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসির সদস্যপদ লাভ করে। ১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। আমিনুল ইসলামের ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংসের পরেও সে ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটের বড় ব্যবধানে হারে। টেস্টে প্রথম জয়ের দেখা পেতে টাইগারদের অপেক্ষা করতে হয় দীর্ঘ ৫ বছর। টেস্ট স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ৩৫তম ম্যাচে জিম্বাবুয়েকে ২২৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সাদা পোশাকে প্রথম জয়ের দেখা পায় বাংলাদেশ।
বাংলাদেশের ম্যাচ জয়-পরাজয়ের পরিসংখ্যান
এখন পর্যন্ত বাংলাদেশ ৩৯৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে। যার মধ্যে টাইগাররা জয়ের দেখা পেয়েছে ১৪০ ম্যাচে। ২৪৭ ম্যাচে হেরেছে এবং ৭ ম্যাচের ফলাফল অমীমাংসিত।
১৩১ টেস্টের মধ্যে ৯৭ হারের বিপরীতে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে মাত্র ১৬ ম্যাচে। ১৭ ম্যাচ ড্রয়ের খাতায়, বাকি একম্যাচ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান।
এদিকে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৪৪ জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে ৭৯ ম্যাচে। আর দুটি ম্যাচের ফলাফল অমীমাংসিত।
আইসিসির বর্তমান র্যাংকিং তালিকায় বাংলাদেশ টেস্টে ৯, ওয়ানডেতে ৭ ও টি-টোয়েন্টিতে ৮তম স্থানে অবস্থান করছে।