ভারত গম রফতানি বন্ধের কোনো প্রজ্ঞাপন দেয়নি, আর দিলেও বাংলাদেশে কোনোপ্রভাব পড়বে না বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রোববার (১৫ মে) দুপুরে সিলেট সদর খাদ্যগুদাম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
খাদ্যগুদাম পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় ভারতের গম রফতানি বন্ধের সিদ্ধান্তে বাংলাদেশ কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারত সরকারিভাবে গম রফতানি বন্ধের প্রজ্ঞাপন দেয়নি, দিলেও আশা করছি বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে না।
তিনি বলেন, যদিও গম আমাদের দেশে হয় না। আমাদের আমদানি করতে হয়। তবে ভারত হয়তো আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পরে আবার খুলেও দিতে পারে। কারণ তারা তাদের বাড়তি গম নষ্ট করবে না।
এসময় ভোজ্যতেলের দাম নিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেলের দামের সমস্যা শুধু বাংলাদেশে না। সবখানেই প্রায় এক। এমনকি ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলেও মন্তব্য করেন মন্ত্রী।
হাওরে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে, এতে খাদ্যের ঘাটতি হবে না জানিয়ে মন্ত্রী বলেন, ক্ষতি হয়েছে এটা সত্য। কিন্তু আমাদের মজুত ভালো। তাই খাদ্যের কোনো ঘাটতি হবে না। তাছাড়া উৎপাদন ভালো থাকায় আমাদের এখন আর আমদানিও করতে হয় না।