বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে যখন নিজেদের প্রকৃত রূপ মেকআপের আড়ালে ধামাচাপা দেন প্রায় সমস্ত তারকাই, সেখানে এই সমীকরণের সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন দক্ষিণী তারকা সাই পল্লবী সেন্থামারাই। মুখের ব্রণের দগদগে দাগ আর উসকো-খুসকো চুল নিয়েই করে গেছেন সাবলীল অভিনয়।
আর তার এই ন্যাচারাল লুকই যেন কেড়েছে দর্শকের মন। তার স্নিগ্ধ মুখখানা দেখলে মনে আসে অন্য রকম প্রশান্তি। তার সুন্দর মুখশ্রীর অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। বরাবরই রোমান্টিক ঘরানার সিনেমা করেন এই তারকা।
তবে হরহামেশাই অন্য তারকাদের মতো সাইয়ের দেখা না মিললেও এবার মুখে মাস্ক, স্কার্ফে ঢাকা পুরো মাথা, ঠিক এভাবেই পাবলিক প্লেসে ধরা পড়লেন এই অভিনেত্রী। এক কাঁধে ব্যাগ, অন্য হাতে ফোন; কারো সঙ্গে কথা বলতে বলতে দ্রুত হেঁটে যাচ্ছিলেন। টুইটারে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু প্রশ্ন উঠেছে, এভাবে কেন মুখ লুকিয়ে হেঁটে গেলেন সাই পল্লবী?
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, গভীর রাতে দিকে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহ থেকে স্কার্ফে মুখ ঢেকে দ্রুত হেঁটে বেরিয়ে যান সাই পল্লবী। এ সময় একজন পাপারাজ্জির ক্যামেরায় বন্দি হন এই অভিনেত্রী। তবে এখানে কোন সিনেমা দেখেছেন তা জানা যায়নি। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্যাম সিং রায়’।
এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। গত বছরের ২৪ ডিসেম্বর মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমাটি। সাই পল্লবীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বিরতা পারভান’। বেনু উড়ুগুলা পরিচালিত এ সিনেমায় সাই পল্লবীর বিপরীতে অভিনয় করেছেন রানা দাগ্গুবতী। তেলেগু ভাষার এ সিনেমা আগামী ১ জুলাই মুক্তির কথা রয়েছে।