বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত গম রফতানি বন্ধ করলেও, বিশেষ পরিস্থিতিতে ভারত থেকে গম আনা যাবে। গম উৎপাদনকারী আরও ৫টি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, ভারত গম দেবেই না তা নয়। আপতত তারা গম দেবে না। তবে ভারতের সঙ্গেও দেনদরবারের সুযোগ আছে।
সোমবার (১৬ মে) বেলা ১১টায় সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রনের যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে আমাদের খাদ্যপণ্যের ওপর। সে জন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। শ্রীলঙ্কার অবস্থা দেখে অনেকে প্রচার করছে সে অবস্থা হতে পারে। সে রকম কোনো আশঙ্কা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হবে না, অনেকেই শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করে এটা নিয়ে রাজনীতি করছেন।
দেশের বাজারে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রী বলেন, ভোজ্যতেল ৯০ শতাংশ আমদানি করতে হয় সে জন্য আন্তর্জাতিক বাজারের ওপর দাম নির্ভর করে। বিশ্ববাজারে প্রতিনিয়ত তেলের দাম বেড়ে চলেছে। আশেপাশের দেশে আমাদের চেয়ে তেলের দাম বেশি। আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। আমরা বৈশ্বিক সমস্যার মধ্যে আছি।
এছাড়াও পেঁয়াজ রসুনের মতো ভোগ্যপণ্যের দাম নিয়ে মন্ত্রী জানান, এই মুহূর্তে পেঁয়াজের দাম চড়া হলেও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। পেঁয়াজের দাম যদি কৃষক ২৫ টাকা পান তাহলেও মোটামুটি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। পরে সেটির সঙ্গে ট্রান্সপোর্টসহ কিছু কস্টিং যুক্ত হয়।
টিসিবির কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, রমজানের মতো জুন থেকে আরও ১ কোটি দরিদ্র মানুষদের স্বল্পমূল্যে নিত্যপণ্য দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
দেশের রফতানির ভবিষ্যৎ নিয়ে মন্ত্রী জানিয়েছেন, চলতি বছর রফতানি ৬০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছি। ২০২৪ সালে রফতানি ৮০ বিলিয়ন ডলার অবধি পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এ ব্যাপারে মন্ত্রী বলেন, ১৫০টির বেশি দেশে ফার্মাসিউটিক্যাল পণ্য পাঠাতে পারছি। অন্যদিকে ইথিওপিয়া এসব পণ্যের ৯০ শতাংশ বাইরে থেকে আমদানি করে। গার্মেন্টস সেক্টরে আরও ১০ লাখ কর্মী যুক্ত হবে বলে আশা করছি।
বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে অন্যদের মধ্যে সংগঠনের যুগ্ম সম্পাদক মেহ্দী আজাদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, অর্থ সম্পাদক মো. শফিউল্লাহ সুমন, সদস্য ইসমাইল হোসাইন রাসেল, হাসিফ মাহমুদ শাহ উপস্থিত ছিলেন।