বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর ৪৪ তম প্রতিষ্ঠার বার্ষিকী উদ্যাপন হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) বর্ণাঢ্য র্যালি ও প্রতিষ্ঠানটির আগারগাঁওয়ে আর্কাইভ মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক সচিব কামরুন নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সালাউদ্দীন জাকী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মোরশেদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ ও বিভিন্ন সংস্থার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিগণ।
দেশের হাজার বছরের সংস্কৃতি-ঐতিহ্য সংরক্ষণে ১৯৭৮ সালের ১৭ মে ‘ফিল্ম ইন্সটিটিউট অ্যান্ড আর্কাইভ’ প্রতিষ্ঠিত হয়। তবে ১৯৮৪ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ফিল্ম আর্কাইভ নামে কার্যক্রম পরিচালনা করে আসছে।
দেশের চলচ্চিত্রের ইতিহাসের প্রায় সবটা নিজেদের সংগ্রহে নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সাদাকালো যুগের সিনেমা ডিজিটালে রুপান্তর করে সংরক্ষণ, এখানেই শেষ নয় সিনেমার পান্ডুলিপি, পোস্টার, সিনেমার স্ক্রিপ্ট, সাময়িকী, চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সামগ্রী সংগ্রহ ও সংরক্ষণসহ চলচ্চিত্র বিষয়ক গবেষণা, প্রকাশনা ও ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স বাস্তবায়নের সবটাই এখানে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ৪৩ বছর ধরে কার্যক্রম পরিচালনা করা এ প্রতিষ্ঠানঠির ১৭ মে ছিল ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক, অভিনেতাদের উপস্থিতিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্মিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে র্যালি ও পায়রা উড়ে দিনটি উদযাপন করা হয়।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও সমানভাবে এগিয়ে যাচ্ছে। দেশের শিল্প সংস্কৃতির বিকাশ যেমন ঘটছে, তেমনি সরকারি পৃষ্টপোষকতায় এর পরিবর্তন আকাশ ছোয়া হবে বলে প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।