মেডিক্যাল রিপোর্ট না দেখেই কিভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিলো, এমন প্রশ্ন রেখেছে হাইকোর্ট।
যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি শেষে বুধবার আদেশের দিন ঠিক করেছে আদালত।
মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে এই শুনানি হয়।
দুদক আইনজীবী খুরশীদ আলম জানান, শুনানিতে আদালত ক্ষোভ জানিয়ে বলেছে, বিচারিক আদালতের ওই বিচারককে কারণ দর্শানোর নোটিস দেয়া উচিত।
এর আগে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাসহ তিন শর্তে ৯ জুন পর্যন্ত সম্রাটকে বিচারিক আদালত জামিন দেয়। তবে, চিকিৎসা সংক্রান্ত কারণে সম্রাট এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ১১ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকেএ মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন দেন।
এটি ছিল সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে সবশেষ মামলার জামিন। এর আগে তিন মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি।