বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা। যিনি তার অভিনয়ে মুগ্ধ করেছেন ভক্তদের মন। তবে দীর্ঘ সাত বছর ধরে অভিনয়ে নেই প্রখ্যাত এই অভিনেত্রী। এই অভিনেত্রীকে সর্বশেষ দেখা গিয়েছে ২০১৫ সালে নারগিস আকতারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়।
অভিনয়ের সঙ্গে সঙ্গে প্রযোজনাও করেছেন তিনি। তবে ইচ্ছা ছিল পরিচালনা করার। বলা যায় এটা ছিল তার মনের সুপ্ত ইচ্ছা। তবে তার ইচ্ছা যেন অধরায় থেকে গেল। শেষ সিদ্ধান্ত থেকে সরে এলেন ববিতা। কারণ করোনা পরবর্তী বিপর্যস্ত ইন্ডাস্ট্রি এবং সিনেমার দুর্দশা-সব মিলিয়ে পরিচালনা করার আগ্রহ হারিয়ে ফেলেছেন তিনি।
এ প্রসঙ্গে ববিতা সংবাদ মাধ্যমে বলেন, ‘বছরখানেক আগেও ভেবেছিলাম একটি সিনেমা হলেও নির্মাণ করব। কিন্তু মাঝে করোনার কারণে চলচ্চিত্রে বলা যায় একটা বিপর্যয়ই নেমে এল। করোনা এখন আবার বলা যায় একেবারে নেইও। কিন্তু সার্বিক বিবেচনায় মনে হচ্ছে, চলচ্চিত্র এখনো আগের মতো ঘুরে দাঁড়াতে পারেনি। তাই আমিও আমার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালাম। যে ভাবনা ছিল চলচ্চিত্র পরিচালনা ঘিরে, সেই ভাবনা থেকে একেবারেই দূরে সরে এলাম।’
তবে নিজে পরিচালনায় আগ্রহ হারালেও যারা নিয়মিত সিনেমা পরিচালনা করছেন তাদের জন্য এই অভিনেত্রী অঢেল শুভকামনা জানিয়েছেন। শুধু পরিচালনাই নয়, আগামীতে তাকে নতুন কোনো সিনেমায় অভিনয়ে দেখা যাবে কী না সেটিও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, ববিতা এর আগে কয়েকটি সিনেমা প্রযোজনা করেছিলেন। সেগুলো ব্যবসাসফলও হয়েছিল। তবে বর্তমানে এ কাজটিও করার আগ্রহ নেই বলে জানিয়েছেন তিনি।