মেহেন্দিগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৮ জন ও সাধারণ সদস্য পদে ২০৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এগুলো হলো, ১নং আন্ধারমানিক ইউনিয়ন, ২নং লতা ইউনিয়ন, ৩নং চরএককরিয়া ইউনিয়ন, ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়ন, ১৩নং গোবিন্দপুর ইউনিয়ন ও ১৫নং জয়নগর ইউনিয়ন। আসন্ন ১৫ই জুন/২০২২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ই মে/২০২২ (মঙ্গলবার) পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, ১নং আন্ধারমানিক ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী মোঃ আলাউদ্দিন কবিরাজ, ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী মোঃ নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান ও নাসির উদ্দিন খোকন।
২নং লতা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল, ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী মোঃ হেমায়েত উদ্দিন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আবু রাশেদ মনি, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলে রাব্বী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল হোসাইন ও মোঃ মোস্তাক আহম্মেদ শিপন। স্বতন্ত্র প্রার্থী কাজী ইউসুফ হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী জাফর আহম্মেদ ছিদ্দিকি।
৩নং চরএককরিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রার্থী মোঃ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন আকন ও রুহুল আমিন।
৬নং বিদ্যানন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার খান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহ আলম মীর ও মোঃ আবুল বাশার। ১৩নং গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম বেল্লাল মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার।
১৫নং জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, (নৌকা) প্রতীকের প্রার্থী সেকান্দার আবু জাফর, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই, স্বতন্ত্র প্রার্থী শামিম আহম্মেদ (শিমুল), স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও শহিদুল ইসলাম (রত্তন)।
এছাড়া আন্ধারমানিক ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন, লতা ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন, চরএককরিয়া ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন, বিদ্যানন্দপুর ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২ জন, গোবিন্দপুর ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন এবং জয়নগর ইউনিয়নে সাধারণ সদস্য (মেম্বার) পদে ৩৪ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২ জন, প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তবে নির্বাচনে প্রধান বিরোধীদল জাতীয়পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি। উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৭ই মে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন, ১৯শে মে যাছাই-বাচাই, ২৭শে মে প্রতীক বরাদ্ধ এবং আগামী ১৫ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।