বরিশালের বাকেরগঞ্জে পুলিশের অভিযানে ৮ টি গাঁজার গাছসহ হাফিজুর শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার বিকালে থানার এস আই মনির ও এএসআই হাফিজের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের তবিরকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হাফিজুর শেখ তবিরকাঠী গ্রামের মৃত জয়নাল শেখের পুত্র। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিজে সেবন ও বিক্রির উদ্দেশ্যেই হাফিজুর শেখ তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছ লাগিয়েছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হচ্ছে।