ভারতে খানিকটা উন্নতি হয়েছে নারী ও পুরুষের অনুপাতে। তবে এখনও মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানই বেশি চান দেশটির বেশিরভাগ মানুষ।
সম্প্রতি, দেশটির সরকারি এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেয়া প্রায় ৮০ ভাগ মানুষই বলেছেন, অন্তত একটি ছেলে সন্তান চান।
এই জরিপ চালিয়েছে ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য জরিপ। ভারতীয়দের বিশ্বাস পরিবারের নাম এগিয়ে নিয়ে যায় পুত্র সন্তান। তারা বৃদ্ধ বয়সে বাবা-মায়ের দেখভাল করে।
অন্যদিকে কন্যা সন্তানকে বিদায় দিয়ে দিতে হয়, তারওপর পড়ে যৌতুকের বোঝা। এসব কারণেই পুত্র সন্তানের প্রতি পক্ষপাতিত্ব আছে বাবা-মায়ের।
জরিপ পরিচালনাকারীরা জানান, এ ধরনের মনোভাবের জন্য প্রায় ১০০ বছর ধরে দেশটিতে নারীর তুলনায় পুরুষ বেশি।
২০১১ সালে পরিচালিত সবশেষ জরিপ অনুসারে প্রতি এক হাজার পুরুষের বিপরীতে নারীর সংখ্যা ৯৪০। একই বছর প্রতি এক হাজার ছেলেশিশুর বিপরীতে মেয়েশিশুর সংখ্যা ৯১৮।