আমতলীতে কমিউনিটি ক্লিনিকের অংশগ্রহন মূলক উন্নয়ন কর্মপরিকল্পনা বিষয়ক এক সভা বুধবার সকালে এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও এনএসএস এ সভার আয়োজন করে।
ইউপি সদস্য জামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন মূলক কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এপির ম্যানেজার উত্তম দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুস ছালাম, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক আমেনা নাসরিন, নুরুন্নাহার বেগম, কমিনিটি ক্লিনিকের জমিদাতা সদস্য মো. আব্দুস ছালাম, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ইউপি সদস্য মো. আবু হানিফ বাবু ও লিজা আক্তার প্রমুখ।
সভায় আমতলী সদর ইউনিয়নের কল্যানপুর কমিউনিটি ক্লিনিকের সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে অংশগ্রহন মূলক এক কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। এই কর্মপরিকল্পনা অনুযাযী আগামী ৬ মাসের মধ্যে সকল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায় করা হবে বলে সভায় সিদান্ত হয়।