বরিশাল: পটুয়াখালীর বাউফলে সিগারেট না দেওয়ায় মো. হাসান মাতব্বর (৩২) নামে এক যুবকের ওপর হামলা চালিয়ে মাথায় গুরুতর জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবককে বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসান মাতব্বর চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান গ্রামের বাসিন্দা আবুল মাতব্বরের ছেলে। মঙ্গলবার রাতে উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারি বাজারে ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভান্ডারি বাজারের একটি চায়ের দোকানে বসে সিগারেট সেবন করছিলেন হাসান। একই দোকানে পাশাপাশি বসে ছিলেন স্থানীয় চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল বশার ও স্থানীয় মোনাসেফ হাওলাদারের ছেলে মো. দুলাল হাওলাদার। ওই সময় হাসানের কাছে দুলাল হাওলাদার সিগারেটটি চান।
তাঁকে সিগারেট না দিয়ে হাসান একাই সেবন করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে দুলাল হাওলাদার (৪৫) হাসানের ওপর হামলা চালান এবং ওই দোকানের চায়ের কাপ দিয়ে হাসানের মাথায় জোরে আঘাত করেন।
হাসানের মাথা ফেটে যায় এবং মাটিতে লুটিয়ে পড়েন। কয়েক দফায় বমি করেন। স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ট্রলারে করে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্ব নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ওই রাতে টাকার অভাবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে আশংঙ্কাজনক অবস্থায় হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইউপি সদস্য আবুল বশার বলেন, সিগারেট না দেওয়ার কারণেই আমার সামনেই হাসানের ওপর দুলাল হামলা চালিয়েছে।