বিভিন্ন সময় বিভিন্ন বেশভূষায় নিজেকে মেলে ধরেছেন টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কখনো বাঙালিয়ানা আবার কখনো ওয়েস্টার্ন পোশাক। সব কিছুতেই তিনি মানিয়ে নেন নিজেকে।
এসব বোল্ড উদ্যোগের জন্য বিভিন্ন সময় সমালচনার মুখেও পড়তে হয় তাকে। তার একের পর এক পোস্টে কুমন্তব্য, কদর্য ইঙ্গিত কিংবা কটাক্ষের বন্যাও প্রায়শই দেখেছে নেটমাধ্যম। এমনকি কোনো বিষয়ে নিজস্ব মতামত জানালেও উড়ে এসেছে সমালোচনা। যাকে নিয়ে এত কাণ্ড, সেই স্বস্তিকা এ সব নিয়ে কতটা ভাবেন?
ভারতীয় সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে স্বস্তিকাকে জিজ্ঞাসা করা হয় যে, এমন কুমন্তব্যের পাহাড় কী তাকে দুঃখ দেয়? নাকি মনের জোরে সে সব উড়িয়ে দেন স্বস্তিকা?
এমন প্রশ্নের জবাবে স্বস্তিকা বলেন, নেটমাধ্যমে আসার শুরুর দিনগুলোয় এ ধরনের নেতিবাচকতা আঘাত দিত। ভাবতে খারাপ লাগত, মানুষ কীভাবে বিনা কারণে এমন কদর্য ব্যবহার করেন, কী করে অচেনা এক মহিলার উদ্দেশে অনায়াসে কুমন্তব্য করে দেন। তার পরে একদিন বুঝলাম, খারাপটাকে এড়িয়ে ভালোটুকু বেছে নেওয়া জরুরি। আর কোনটা আমার মনে প্রভাব ফেলবে, তা বেছে নিতে হবে আমাকেই। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
বর্তমানে নিজের নিজের নতুন ওটিটি সিরিজ ‘এসকেপ লাইভ’এর মুক্তির অপেক্ষায় রয়েছেন স্বস্তিকা। এ সিরিজে এক নির্দয়, স্বার্থান্বেষী রেস্তরাঁ-কর্ত্রীর চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে।