জামালপুরের ইসলামপুর উপজেলা ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কুলকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, বেলগাছায় চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, চিনাডুলী চেয়ারম্যান পদে ৬ জন,সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, পাথর্শী চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৬ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, নোয়ারপাড়া চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, সাপধরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) ৬ জন, সিপিবি (কাস্তে)২ জন, ইসলামী ঐক্যজোট (হাতপাখা) ১ জন ও ২৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে। গত মঙ্গলবার (১৭মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।
ভোটের মাঠের বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা অধিকাংশই নৌকা প্রত্যাশী ছিলেন।
ইসলামপুরের ৬ ইউনিয়নের মধ্যে কুলকান্দী ও বেলগাছা মোঃ মোক্তার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ইসলামপুর, চিনাডুলী ও পাথর্শী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ ও মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র ১৭ মে দাখিলের শেষ দিন ছিলো। ১৯ মে যাচাই-বাছাই, প্রত্যাহার ২৬ মে এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ।