বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুরকে মারধর করে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। ক্ষমতাসীন দলের কতিপয় নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায়। বুধবার দুপুরে থানা পুলিশ পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আহত যুবদল নেতাকে আদালতে সোর্পদ করেছে।
স্থানীয় একাধিক বিএনপি নেতারা অভিযোগ করেন, যুবদল নেতা এমএ গফুরকে অমানুষিক নির্যাতনের পর হামলাকারী কতিপয় ছাত্রলীগ কর্মীরা তাকে (গফুর) থানা পুলিশের কাছে সোর্পদ করে। পুলিশ আহত যুবদল নেতাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে যায়।
তবে বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভাইয়া বলেন, হামলার সাথে ছাত্রলীগের কেউ জড়িত
নেই। তাদের (বিএনপি) অভ্যন্তরীন কোন্দলে কোন ঘটনা ঘটতে পারে।
গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এমএ গফুরের বিরুদ্ধে থানায় পূর্বের মামলা রয়েছে। ওই মামলায় উপজেলা হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।