বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট, সাহিত্যিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারি..’ এই অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী
আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সকল সদস্যবৃন্দ। এক শোক বিব্রিতিতে বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারন সম্পাদক প্রিন্স তালুকদার গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
একই সঙ্গে সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।