বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ দুই জনকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত ওই দুই জনকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মিল্টন মন্ডল বুধবার রাতে জোবারপাড় এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই গ্রামের রনজিত বাড়ৈর ছেলে রিপন বাড়ৈ (২০) ও একই গ্রামের রমেন বাড়ৈর ছেলে রথিন বাড়ৈ (১৯)কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উপপরিদর্শক মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।