আমতলী (বরগুনা) প্রতিনিধি:‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই শ্লোগান নিয়ে বুধবার সকাল ১০ টায় সদর ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ের সামনে আমতলীতে ৫দিন ব্যাপী ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ভূমি অফিস এ ডিজিটাল সেবা সপ্তাহের আয়োজন করে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা প্রমুখ।