সেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম আগামী ২৩ মে বিকাল ৫ টার মধ্যে ভূমি মালিকদের অমীমাংসিত সকল আবেদন মিমাংসা করতে হবে বলে ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,’ ভূমি সংক্রান্ত কাজে দালাল সৃষ্টির নেপথ্যে সেবাগ্রহীতারা।
কারন তারা সরাসরি ভূমি অফিসে এসে প্রথমেই দালাল খোঁজ করে। সেবাগ্রহীতারা যাদি সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে তাহলে দালালের প্রয়োজন হয় না। ভোগান্তির শিকার হতে হয় না।
দালালরা সেবাগ্রহীতাদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এব্যাপারে কর্মকর্তারা জানে না। যদি ভূমি অফিসের কোন স্টাফ বা কর্মকর্তা দূর্নীতির সাথে জড়িত থাকে সরাসরি আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো’।
“ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুণ”এ প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আলোচনার মধ্য দিয়ে ভুমি সেবা সপ্তাহ -২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী প্রমূখ।