বরিশাল:বরিশালে লাইন্সেসের মেয়াদ উর্ত্তীন, রেজিষ্টেশন এবং হেলমেট ব্যবহার না করায় ৪ মোটর সাইকেল ও পিকাপ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকাল পৌনে ১০ টা থেকে বেলা পৌনে ১ টা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী- ভোলা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সার্জেন্ট লিপিকা মন্ডল এর নেতৃত্বে বিএমপি পুলিশের সার্জেন্ট মো. রানা সহযোগিতায় এসময় লাইন্সেসের মেয়াদ উওীন, রেজিষ্টেশন এবং হেলমেট ব্যবহার না করার কারনে ৪টি মোটর সাইকেল ও পিকআপ চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের ৬৬, ৭২ এবং ৯২(১) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।