জেলেদের বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভোলা বোরহানউদ্দিন উপজেলায় জেলেদের মাঝে ১০টি বখনা বাছুর বিতরণ করা হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমের সামনে এ বখনা বাছুর বিতরণ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান, পৌর মেয়র আলহাজ¦ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মো. শাহীন ফকির প্রমূখ সহ উপজেলা মৎস্য কর্মকর্তা বৃন্দ।