রাজধানীর পল্টন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ মোঃ কাশেম ও মোঃ আঃ রহিম নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দীন মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
সোমবার (২৩ মে ২০২২) রাত সাড়ে আটটায় পল্টল মডেল থানার গুলিস্তান এলাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ৩নং আউট গেটের সামনে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ।
সংবাদের সত্যতা যাচাই করে ঐ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ কাশেম ও রহিমকে গ্রেপ্তার করা হয় বলে জানান পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ।
গ্রেপ্তার দু’জন দেশের সীমান্তবর্তী জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টল মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।