দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে তেঁতুল বিচি আমদানি শুরু হয়েছে। ভারতের তামিলনাড়ু ও উড়িষ্যাসহ বিভিন্ন রাজ্য থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে।
চট্টগ্রামের ইকবাল ট্রেডিং নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব তেঁতুলের বিচি আমদানি করছে।
সোমবার (২৩ মে) বিকেলে ভারত থেকে তেঁতুলের বিচি বোঝাই একটি ট্রাক হিলি বন্দরে প্রবেশ করে। পরে আরও একটি তেঁতুলের বিচি বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে।
কয়েল তৈরি ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে চাহিদা থাকায় ভারত থেকে এসব তেঁতুল বিচি আমদানি হচ্ছে বলে জানান আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি।
হিলি কাস্টমসের তথ্য মতে, সোমবার (২৩ মে) হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় দুই ট্রাকে ৫০ মেট্টিক টন তেঁতুলের বিচি আমদানি হয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হায়াত মোহাম্মদ শেরেকুল বলেন, এসব তেঁতুলের বিচি কয়েল কারখানা ও কীটনাশক কারখানায় কাঁচামাল হিসেবে আমদানি হচ্ছে। যদিও এর আগে এসব তেঁতুলের বিচি অন্যান্য দেশ থেকে আমদানি হলেও বর্তমানে ভারতের তামিলনাড়ু থেকে আমদানি করা হচ্ছে। দেশের কোম্পনিগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এসব তেঁতুলের বিচির।
তেঁতুলের বিচি ভারতীয় ট্রাক থেকে অনলোড করার সময় বন্দরের কয়েকজন শ্রমিক বলেন, যখন শুনলাম তেঁতুলের বিচি অনলোড করতে হবে তখন একটু অবাক হলাম। অবাক হবারই কথা, ভারত থেকে আমদানি হচ্ছে তেঁতুল বিচি! যদিও দেশের মানুষ তেঁতুল খাওয়ার পর বিচি ফেলে দেয়। দেশে যার নেই কোনো মূল্য, সেই তেঁতুলের বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে।