পদ্মাসেতু থেকে খালেদা জিয়াকে ফেলে দেয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য হত্যার হুমকির শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাহী বিভাগের প্রধানের এমন বক্তব্য বিপজ্জনক। এসময় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আগামী ২৬ মে ঢাকা ছাড়া সকল মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল।
এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের কর্মীরা অস্ত্র নিয়ে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব।তিনি জনান, ঢাবিতে ছাত্রলীগের হামলায় কয়েকজন ছাত্রদল নেতা আহত হয়েছেন। যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।
এছাড়া সংবা সম্মেলনে গনতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তুলতে আনুষ্ঠানিকভাবে সকল রাজনৈতিক দলের সাথে বৈঠক শুরুর সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সকলের মতামতের ভিত্তিতে সরকার পতনে একদফা কর্মসূচিসহ রুপরেখা চূড়ান্ত করা হবে।