বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে দফায় দফায় হামলা, ভ্যান চালকসহ ২জন গুরুতর আহত। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের বরতা গ্রামের প্রভাবশালী মন্টু সন্নামত(৩৫), মাইনুল সন্নামত(৩৭), বেল্লাল সন্নামত(৩৯), সাগর সন্নামত(২৫), মারুফ সন্নামত(১৯), রাজিব সন্নামত(২০) মিলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার ভ্যান চালক আয়নাল কবিরাজের পরিবারের উপর দফায় দফায় হামলা চালিয়েছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ভ্যান চালক আয়নাল ভ্যান চালিয়ে জয়শ্রী সাজু পাম্পের সামনে পৌছা মাত্র মন্টু সন্নামত গংরা তার উপর অর্তকিত হামলা চালিয়ে সঙ্গাহীন করে ভ্যান গাড়ী ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় তার ভাই বাচ্চু কবিরাজ প্রতিবাদ করলে তাকেও পিটিয়ে আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন। এরপরেও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষরা। রাত সোয়া ৮ টার দিকে পুনরায় আহত ভ্যান চালকের বসতবাড়ীতে হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়। হামলায় ভ্যান চালক আয়নালের হাত, পা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্ষাক্ত জখম হয়।
এব্যাপারে অসহায় ভ্যান চালক আয়নাল কবিরাজের স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত মাইনুল সন্নামত জানান ইতিপূর্বে আমাদের উপর হামলা চালানো হয়েছে। ওই রেস ধরেই পুনরায় উভয়পক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান। আহত আয়নালের স্ত্রী জেসমিন বেগম জানান আমার স্বামীর অসহায়ত্বের সুযোগ নিয়ে ওই প্রভাবশালী সন্ত্রাসীরা আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এমনকি একের এক আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে জমি দখলের পায়তারা চালাচ্ছে।
মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।