মহান স্বাধিনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১৩ম শাহাদৎ বার্ষিকী সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪),মে রাত সাড়ে ৭টায় সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আগামী ৩০ই মে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী কত সুন্দরভাবে পালন ও সফল করার লক্ষ্যে প্রস্তবনা বক্তব্য রাখেন মহানগর যুগ্ম আহবায়ক এ্যাড, আলী হায়দার বাবুল,যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদার,সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু,যুগ্ম এ্যাড, শাহ্ধসঢ়; আমিনুল ইসলাম,যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি।
এসময় আরো বক্তব্য রাখেন মহানগর আহবায়ক আ.ন.ম সাইফুল ইসলাম আজিম, মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ খান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,এ্যাড,আবুল কালাম আজাদ,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, প্রমুখ।
প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর সদস্য জুলহাস উদ্দিন মাসুদ,গিয়াস উদ্দিন বাবুল মোল্লা,এ্যাড, হুমাউন কবীর মাসুদ,এ্যাড, হুমাউন কবির বাপ্পি,সাইফুল হাসান বিপু,অধ্যাপক মঞ্জুরুল হক জিসান,বদিউজ্জামান টলন, জাহিদুর রহমান রিপন সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ সহ মহিলাদল,স্বেচ্ছাসেবকদল, যুবদল,ছাত্রদল ও অঙ্গসংগঠনের সদস্যরা প্রস্তুতি সভায় স্বঃফূর্তভাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।