ভারতের মধ্যপ্রদেশের পান্না জেলার এক নারী একটি অগভীর খনি থেকে ২.০৮ ক্যারেটের একটি হীরা পেয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বিষয়টি জানিয়েছেন খনির কর্মকর্তারা।
খনির কর্মকর্তারা জানিয়েছেন, প্রাপ্ত হীরাটির দাম ১০ লাখ রুপির বেশি হতে পারে।
এ নারীর স্বামী একজন কৃষক আর তিনি একজন গৃহিণী। স্বামী জানিয়েছেন, নিলামে যদি টাকা পান, তাহলে সে টাকা দিয়ে তারা প্রথমে একটি বাড়ি করবেন।
চামেলি বাই কৃষ্ণা কল্যাণপুর পাতি এলাকায় একটি ছোট্ট খনি লিজ নিয়েছিলেন বলে জানান অনুপম সিং। তিনি পান্না জেলার হীরাবিষয়ক দফতরের একজন কর্মকর্তা।
চামেলি নামের ওই নারী হীরাটি সংরক্ষণের জন্য মঙ্গলবার (২৪ মে) অফিসে পাঠিয়ে দিয়েছেন। হীরাটি বিক্রির জন্য নিলামে তোলা হবে এবং সরকারি নিয়মানুসারে দাম নির্ধারণ করা হবে।
সরকারি রাজস্ব বাদ দিয়ে বাদবাকি লভ্যাংশ ওই নারীর হাতে তুলে দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। অরভিন্দ সিং নামের ওই নারীর স্বামী বলেন, তারা ভাগ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে কৃষ্ণা কল্যাণপুরে ছোট্ট একটি খনি লিজ নেন।
পান্নায় প্রায় ১২ লাখ ক্যারেট হীরার রিজার্ভ রয়েছে। পাওয়া হীরাটি ভালো মানের হওয়ায় এটা থেকে প্রায় ১০ লাখেরও বেশি টাকা পাওয়া যাবে বলে ধারণা কর্মকর্তাদের।