সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের হজযাত্রীরা এবার সব ধরনের খরচ বাদে অতিরিক্ত ১২শ’ ডলার সঙ্গে নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ মে) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিনিময় বিভাগ।
এতে বলা হয়, হজের অন্যান্য খরচ ছাড়াও এবার প্রত্যেক হজযাত্রী সঙ্গে নিয়ে যেতে পারবেন ১২শ’ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
উল্লেখ্য, চাঁদ দেখা গেলে চলতি বছরের ৮ জুলাই থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন শুরু হবে। এ উপলক্ষে আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট চালু শুরু হবে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।