বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধ ভাবে বিভিন্ন প্রজাতি মাছের রেনু শিকার করে রাতের আঁধারে পাচারের অপরাধে একটি ট্রাক, পাঁচ ড্রাম রেনু পোনা ও পাঁচজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর এলাকা থেকে রেনু পোনা সাতক্ষীরা পাচার কালে ট্রাকসহ ৫ জনকে আটক করেছে মোবাইল কোর্ট। এসময় তাদের কাছ থেকে ৫ ড্রাম রেনু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।
আটক পাঁচজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ৫,০০০ টাকা করে মোট ২৫,০০০ টাকা অর্থদন্ড দেয় হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এস আই মোঃ মাহাতাবসহ সঙ্গীয় ফোর্স।