বরিশাল ॥ বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে লাইসেন্সহীন একটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ১০টায় এক অভিযান থেকে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম।
জানা গেছে, অভিযানে উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালের ডা. রিতা রাণী শীল পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, বনানী ডায়াগনস্টিক সেন্টার ও চাখার ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকার কারণে বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে ডা. রেজওয়ানুর বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। নির্দেশনার আলোকে চাখারে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।