বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা শ্রীপুর ইউনিয়নের চরবগি দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে।
উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কাজী সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুনসুর আহমেদ।
এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এইচ এম নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, উলানিয়া দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী মিলন।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহামুদ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন, সহ-সভাপতি জসিম রাড়ী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম রকিব, উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সায়েম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন, যুবলীগ নেতা মোঃ তাজেম আলী সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মীবৃন্দ।