বরিশালের বাবুগঞ্জে নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছর বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ মে)সকাল ১২টার দিকে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে ওই বাছুর বিতরণ করা হয়।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরণ (বকনা বাছুর) বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জন জেলেকে গরু দেওয়া হয়।
বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন প্রমুখ।