আইপিএলের শিরোপাটা কতই না আরাধ্য বিরাট কোহলির কাছে, কোনো ম্যাচে জিতলে মাঠে তার উচ্ছ্বাস দেখেই তা বলে দেয়া যায়! কত কত টুর্নামেন্ট খেলেও এখনো তার স্বাদ নিতে পারেননি সময়ের সেরা ক্রিকেটার। এবারও তার দল বেঙ্গালুরু ছিটকে গেছে ফাইনালে ওঠার দৌড় থেকে।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরেছে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়ে সমালোচনাও কম শোনেনি বিরাট। এত কিছুর পর এই প্রথম মুখ খুললেন তিনি। টুইটারে বিরাট জানালেন, সমর্থকরা তাদের সব সময়ই সাপোর্ট দিয়েছে। সে জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
শনিবার (২৮ মে) এক টুইটে বিরাট বলেন, ‘কখনো আপনি জেতেন, কখনো বা আবার জিততে পারেন না। তবে দলের সমর্থকদের আমি একটা কথাই বলতে চাই যে, আপনারা এক কথায় অসাধারণ। গোটা টুর্নামেন্ট ধরেই আমাদের পাশে ছিলেন। আপনাদের জন্যই ক্রিকেট খেলা এতটা সুন্দর হয়ে উঠেছে। তবে শেখার কোনো শেষ নেই।’
আরেক পোস্টে কোহলি বলেন, ‘আমি দলের ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ এবং এই টুর্নামেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাতে চাই। পরের মৌসুমে আবারো দেখা হবে।’
১৫ মৌসুম ধরে আইপিএল খেলছেন কোহলি। তবুও শিরোপা জেতা হয়ে ওঠেনি তার। যদিও কোনোবারই তার দল তেমন দুর্বল ছিল না। বেঙ্গালুরু শক্তিশালী দল গড়েছিল এবারের আসরেও। চলতি মৌসুমে তো অধিনায়কই বদল করে মাঠে নামে তারা। তাতে ভাগ্য যদি বদলায়, আশা ছিল তেমনই। যে কারণে সমর্থকদের মাঝেও দেখা গেছিল বাড়তি উচ্ছ্বাস। শেষ পর্যন্ত সেই উচ্ছ্বাসে গুড়েবালি।