ভোলা বোরহানউদ্দিনে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বোরহানউদ্দিন ইউএনও মোঃ সাইফুর রহমান এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
বোরহানউদ্দিন ইউএনও মোঃ সাইফুর রহমান জানান, শনিবার বিকেল সাড়ে ৩টা হতে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা হাসপাতাল রোড, কুঞ্জেরহাট বাজার এবং পৌরসভা বাজারে অবস্থিত ০১ টি বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মাসীসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
যে সকল প্রতিষ্ঠানই রেজিষ্ট্রেশনের আবেদন করেছে তাদেরকে ০৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
এছাড়া, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার জন্য ০২ টি ডায়াগনিস্টিক সেন্টারকে ৭০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীনভাবে ভেটের্ণারী প্রডাক্ট বিক্রির জন্য ০২ টি ফার্মাসীকে ৫০,০০০ টাকা এবং সনদহীন এক ভূয়া ডাক্তারকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।