পটুয়াখালীর গলাচিপায় হত্যা মামলার আসামিসহ জিআর ও ননজিআর ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করেছে গলাচিপা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-গলাচিপার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকার জাহানারা বেগম (৪০), গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকার নজরুল (২৮), আল আমিন (২৮), ইউসুফ চৌকিদার (৩৮), মোতাহার চৌকিদার (৩৫), আ. আজিজ সিকদার (৬০), হাবিল চৌকিদার (৪৫), সবুজ চৌকিদার (৩৫), আলতাফ চৌকিদার (৫৬) এবং নিজাম মৃধা।
সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে গলাচিপার চরকাজল ইউনিয়নের চর কপালবেড়া এলাকা থেকে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলামের নেতৃত্বে সক্রিয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে ২৪ (৪) ২০ নম্বর হত্যা মামলার আসামি জাহানারা বেগমকে (৪০) গ্রেপ্তার করা হয়।
একই সঙ্গে গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ও বলইবুনিয়া এলাকা থেকে এসআই মৃণাল, এসআই সুকন্ঠ, এসআই কামরুল, এএসআই দিবাকর দাস, এএসআই সুধনসহ ১০ জনের চৌকস দলের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত জিআর ও ননজিআর মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করে গলাচিপা থানা-পুলিশ। আসামিদের গ্রেপ্তার করে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে গলাচিপা থানা-পুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়। আমরা আসামিদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করেছি।