বরিশালঃ-বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চারটি চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩১ মে) সকালে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয় বলে জানান আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
তিনি জানান, উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও থানা পুলিশের একটি দল নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ি ও ত্রিমূখী খাল থেকে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে সন্ধা নদীর তীরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়। পাশাপাশি দেশীয় প্রভাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জাল বিক্রি ও এর ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।