বগুড়ার গাবতলীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টায় গাবতলী মডেল থানায় মামলাটি করা হয়।
গাবতলী পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
মামলায় থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুনসহ ১৩৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
এর আগে ২৭ মে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে রোববার গাবতলী উপজেলা আওয়ামী লীগ মিছিল বের করে। মিছিলে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে গাবতলী উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল গফুর বাদী হয়ে সোমবার (৩০ মে) রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আইসিটি মামলা দায়ের করেছেন।