বরিশালের উজিরপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আসন্ন ১৫ জুন শিকারপুর ইউপি নির্বাচনকে ঘিরে প্রতিদন্ধী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুন বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মুহাম্মদ আব্দুর রশিদ শেখ এর
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনুর জ্জামান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম সহ সকল ইউপি সদস্য প্রার্থী।
এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার সকল ইউপি সদস্য প্রার্থীদের উদ্দেশ্যে বলেন আচরণ বিধি লঙ্ঘন সহ নির্বাচনে কোন কারচুপি ও অনিয়মের অভিযোগ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। এছাড়া আরো বলেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পর্যাপ্ত প্রশাসনের উপ¯ি’তি থাকবে।