বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে তিন মাসের সাজা প্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী আলামিন (৩০) বরিশাল জেলার বানারীপাড়া সদর উপজেলার মৃত হাবিবুর রহমানের ছেলে।
বুধবার (০১ জুন) বিকাল ৩.৩০ ঘটিকায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ বানারীপাড়া পৌরসভা থেকে তাকে আটক করা হয়।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, আলআলিন সাজা প্রাপ্ত আসামী সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। আটককৃত আসামীকে তাৎক্ষণিক কোর্টে প্রেরন করা হয়েছে।