ইউক্রেনের কাছে চারটি এমকিউ-১সি গ্রে ঈগল ড্রোন বিক্রির পরিকল্পনা করছে জো বাইডেনের প্রশাসন।
বৃহস্পতিবার (২ জুন) পরিস্থিতি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এই খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এসব ড্রোনে রুশ বাহিনীকে আক্রমণের জন্য হেলফায়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা যাবে।
একটি সূত্র জানিয়েছে, জেনারেল অটোমোবাইলসের তৈরি এসব ড্রোন বিক্রির আগে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন পড়বে। শেষ মুহূর্তে নীতি পরিবর্তনের মাধ্যমে এই বিক্রি আটকে যাওয়ার ঝুঁকিও রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে অস্ত্র বিক্রির নীতি পর্যালোচনা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া অভিযান শুরুর পর থেকে ইউক্রেন বেশ কয়েক ধরনের স্বল্প পাল্লার ড্রোন ব্যবহার করছে। এসব ড্রোনের মধ্যে রয়েছে এরোভাইরনমেন্ট আরকিউ-২০পুমা এবং তুরস্কের বায়রাখতার-টিবি২।
তবে গ্রে ঈগল আরেকটু উন্নত প্রযুক্তির। এটি ৩০ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় একটানা উড়তে পারে এবং বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য ধারণ করতে পারে। গ্রে ঈগলের সামরিক ধরনটি বেশি পরিচিত শিকারি ড্রোন নামে। এটি আটটি শক্তিশালী হেলফায়ার ক্ষেপণাস্ত্রও ধারণ করতে পারে।
এক মার্কিন কর্মকর্তা জানান, সম্ভাব্য এই ড্রোন বিক্রির বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আগে কংগ্রেসকে জানাতে চায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
তবে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউজের মুখপাত্র পেন্টাগনে যোগাযোগের পরামর্শ দেন। পরে পেন্টাগনে যোগাযোগ করা হলে ঘোষণা দেওয়ার মতো কিছু নেই বলে জানান পেন্টাগন মুখপাত্র।