বরিশালের বাকেরগঞ্জ থেকে ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের দাওকাঠী গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ও সংবাদ বরিশাল ও সকালের বার্তা নামের দুটি প্রেস কার্ড উদ্ধার করা হয়।
আটক সাইদুর রহমান শাহীন (৩৫) ঝালকাঠী জেলার নলছিটি থানার কুশাংগল গ্রামের আব্দুস সালামের ছেলে।
বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাইদুরের কাছ থেকে পাওয়া প্রেস কার্ড দুটি কিছুটা ঝাপসা, ধারণা করা হচ্ছে সহজে মাদক ব্যবসা পরিচালনার জন্য ভুয়া সাংবাদিক পরিচয় দিত। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।