রাশিয়ার জোরালো অভিযানে পতন ঘটলো ইউক্রেনের পঞ্চম শহর সেভেরোদোনেৎস্কে’র। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি নিশ্চিত করেন এই তথ্য। খবর বার্তা সংস্থা এপির।
এক ভিডিও বার্তায় তিনি জানান, দেশটির ২০ শতাংশ এলাকা বর্তমানে রুশ সেনাবহরের নিয়ন্ত্রণে। তবে অঞ্চলগুলো পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবহর। তুমুল সংঘাত চলছে বলেও দাবি জেলেনস্কির।
একদিন আগেই পশ্চিমাঞ্চলীয় শহরটির মেয়র স্বীকার করেন কোণঠাসা পরিস্থিতির কথা। তিনি বলেন, গেল কয়েকদিনে চালানো জোরালো রুশ হামলায় বিপর্যস্ত গোটা শহর। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৯০ ভাগ ঘরবাড়ি-স্থাপনা। বাকিগুলোও বসবাসের অযোগ্য। ১৩ হাজারের বেশি আটকা বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে তিনি মানবিক করিডর চালুর আবেদন জানান।
ভোলদেমির জেলেনস্কি বলেন, একদিনে হয়নি দোনবাসের এই করুনদশা। সেখানকার ২০ শতাংশ অঞ্চল বর্তমানে রুশ সেনাবহরের দখলে। তারা গোটা এলাকা ধূলিসাৎ করে দিয়েছে। সেভেরোদোনেৎস্কও নিয়ন্ত্রণে নিয়েছে তারা। যেকোনো মূল্যে পশ্চিমাঞ্চল কবজা করতে মরিয়া রাশিয়া। কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে কঠিন লড়াই চলছে।