বরিশালে সোনালী ব্যাংকের উদ্যোগে গ্রাহক হিসাবের মৌলিক তথ্য হালনাগাদকরন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৪ জুন) সকাল ১০ টায় বরিশাল সোনালী ব্যাংক’র আয়োজনে নগরীর সদর রোড বিডিএস মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
বরিশাল সোনালী ব্যাংক’র জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার লুৎফুর রহমান। ওয়ার্কশপে বক্তারা বলেন,বাস্তব অবস্থার প্রেক্ষিতে গ্রাহকদের মাঝে সেবার মান বাড়াতে হবে।
সময়ের প্রেক্ষিতে সোনালী ব্যাংক প্রন্তিক জনগোষ্ঠী তথা কৃষক দিনমজুর শ্রেনীকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার বিষয়ে অগ্রনী ভূমিকা পালন করছে।এছাড়াও সরকারের নানামুখি অর্থনৈতিক কর্মকান্ড বাস্তবায়নে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে।গ্রাহক সেবার মান বৃদ্ধি করে আরো যুগোপযোগী কর্মকান্ড বাস্তবায়নে সোনালী ব্যাংক ভবিষ্যতে আরো এগিয়ে যাবে।