ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের মধ্য রতনপুর গ্রাম থেকে একশো গ্রাম গাঁজাসহ ৫ মাদকসেবীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৩ জুন) রাত ৮টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. গোলাম আজাদ (৩৫), ইয়ার হোসেন (২৭), খলিল হাওলাদার (৩৮), মো. জিহাদ (২৭) ও নুর হোসেন (২৬)।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত ৫ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।