পটুয়াখালীর কলাপাড়ায় একটি চোরাই গরুসহ চুরির দায়ে রফেজ হাওলাদার ও মো. রুবেলকে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকা থেকে কলাপাড়া থানা পুলিশ রোববার সকালে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদেও বাড়ি বরগুনার সোনাখালী ও পূর্ব চিলা গ্রামে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায় এরা একটি সংঘবদ্ধ চোর দলের সদস্য।