কোভিড ১৯ প্রতিরোধ প্রকল্প আয়োজিত অবহিতকরণ সভা রোববার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন।
স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট এর জেলা সমন্বয়কারী মো. আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুস সালাম হাওলাদার, অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কাউন্সিলর মনোয়ারা বেগম, ব্যবসায়ী নেতা দিদারুল আলম বাবুল, পল্লী চিকিৎসক ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা কোভিড-১৯ প্রতিরোধে যার যার অবস্থান থেকে কাজ করার
প্রত্যয় ব্যক্ত করেন।